ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বগুড়ায় খুলে দেওয়া হলো ৩ ওভারপাস

Passenger Voice    |    ১২:২৬ পিএম, ২০২৪-০৪-০৭


ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বগুড়ায় খুলে দেওয়া হলো ৩ ওভারপাস

কাজ শেষ হয়ে যাওয়ায় বগুড়ায় খুলে দেওয়া হয়েছে ১টি রেল ওভারপাসসহ ৩টি ওভারপাস। ফলে নির্বিঘ্ন ঈদযাত্রা নিয়ে উত্তরাঞ্চলগামী মানুষদের আর শঙ্কা থাকলো না।

এর আগে সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক)-২ প্রকল্পের আওতায় শনিবার সকালে সচিবালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১টি রেলওভারপাস ও ৭টি ওভারপাস উদ্বোধন করেন। এর মধ্যে রেল ওভারপাসটি বগুড়ার তিনমাথায় অবস্থিত। 

৭টি ওভারপাসের মধ্যে বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক ক্যান্টনমেন্ট ও ফুলতলা এলাকায় দুটি উদ্বোধন করেন। এ সময় বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম নিজ সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। 

উদ্বোধনের সময় বগুড়া থেকে আরও উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন প্রমুখ।

সাসেক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মহাসড়কটি সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) করিডোর, এশিয়ান হাইওয়ে-২, বিমসটেক-২ এবং সার্ক হাইওয়ে করিডোর-৪ এর উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সাসেক-২ প্রকল্পের মাধ্যমে ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেনের সংস্থানসহ মহাসড়কটিকে ৬-লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুলে পৃথক গ্রেডবিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ, ৫টি ফ্লাইওভার, ৩২টি সেতু ও ৩৯ টি ওভারপাস, ১৮০টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য ১১টি পথচারী সেতু নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে ১৪টি সেতু, ১টি ফ্লাইওভার ও ১৫টি ওভারপাস ইতোমধ্যে যান চলাচলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন।

সাসেক-২ প্রকল্পের প্রকৌশলী আহসান হাবীব জানান, বগুড়া অংশের শাজাহানপুর উপজেলার বি ব্লক ক্যান্টনমেন্ট ওভারপাস, ফুলতলা ওভারপাস, শাজাহানপুরের ফটকি সেতু ও বগুড়া সদরের তিনমাথা মোড়ের তিনমাথা রেল ওভারপাস খুলে দেওয়া হয়েছে। এ তিনটিতে নির্মাণে ব্যয় হয়েছে ২৫৭ কোটি টাকা।

হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান,  বগুড়ার মহাসড়ক দিয়ে উত্তরের পথে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। ঈদ মৌসুমে এই যানবাহনের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। বগুড়া অংশে চার লেনের ওভারপাসগুলোর কাজ শেষ হওয়ায় এবার ঈদের যানজটের আশঙ্কা নেই বললেই চলে। তারপরেও আকস্মিকভাবে অনেক স্থানে যাত্রায় বিঘ্নতা ঘটতে পারে। তবে এবার আমরা হাইওয়ে পুলিশের পাশাপাশি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলা পুলিশ মহাসড়কে থাকবে। রেকার, চেনগাপ্পা, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের সাথে থাকবে।